Tuesday, February 19, 2019

Recent General Knowledge in bd

*আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর মতে ২০১৯ এবং ২০২০ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে-৩.৫ ও ৩.৬
*সম্প্রতি কোন দেশের বিরুদ্ধে অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করা হয়- ভেনেজুয়েলা
*যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি সাময়ীকি তে ১০০ জন চিন্তাবিদের মধ্য স্থান পেয়েছে- শেখ হাসিনা(ডিফেন্স এন্ড সিকিউরিটি বিভাগে) 
*ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেসন সদস্য দেশ কত টি- ১৮৩ টি 
*মালয়েশিয়ার নতুন রাজা- সুলাতান আব্দুল্লাহ
*প্রাকৃতিক উৎসে মাছ উৎপাদনে বাংলাদেশ-৩য়
*ইতিহাসের ১ম যুব আন্তর্জাতিক টি২০ খেলা হয়- ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্য
*বাংলাদেশ আবাসন ব্যবসায়ীদের সংগঠনের নাম কি?- বাংলাদেশ রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( রিহ্যাব )
*মেক্সিকো সিমান্ত নিয়ে দ্বন্ধের জেরে যুক্তরাষ্ট্র অচলবস্থা ছিল - ৩৫ দিন
*ভারতের সর্বোচ্চ বেসমরিক পুরস্কার - ভারতরত্ন
*"আবু-সায়াফ" কোন দেশের জনগোষ্ঠী- ফিলিপাইন
*টেনিসের ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জিতেছেন- রজার ফেদেরার (২০ টি )
*মার্কিন সিনেটের সর্বকনিষ্ঠ সদস্য- কামলা হ্যারিস
*"ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল" এর প্রধান কার্যালয় - জার্মানির বার্লিনে
*সবচেয়ে বেশি দুর্নীতি গ্রস্থ দেশ হল- সোমালিয়া
*পাট থেকে পচনশীল পলিমার থেকে উৎপাদিত দ্রব্যর নাম- সোনালি ব্যাগ
*বাংলাদেশের সর্বপ্রথম জিআই পণ্য হল- জামদানি শাড়ি
*কোরীয় যুদ্ধ হয় কত সালে- ১৯৫০ সালে

No comments:

Post a Comment