Sunday, May 12, 2019

Bangla 2nd paper BCS Portugal word

#পর্তুগিজ শব্দ

Bangla 2nd paper BCS  Portugal word 

১।নং.......
#আতা নামের এক #আয়া এক #গামলা #পেপে
,#পেয়ারা,#কামরাঙা,#আনারস খেয়ে #সাবান,
#তোয়ালে,#বালতি নিয়ে গোসলে গেল।অতঃপর সে #সেমিজের #ফিতা আর #কামিজের #বোতাম খুলে/ লাগিয়ে গোসল করতে লাগল
শব্দসমূহঃ– আতা,আয়া,গামলা,পেপে,পেয়ায়া,কামরাঙা, আনারস,
সাবান,তোয়ালে,বালতি,সেমিজ,ফিতা,কামিজ,বোতাম।
২।নং..........
এক #ইংরেজ #পাদ্রি #পাচার করা #আচার #মার্কা #পাউরুটি খেয়ে #টুপি পড়ে #গির্জায় গেল।গির্জায় প্রবেশ মাত্রই তার #ক্রুশ বিদ্ধ যিশুর কথা মনে হল এবং #যিশু জন্য প্রার্থনা করতে লাগল।
শব্দসমূহঃ-ইংরেজ,পাদ্রি,পাচার,আচার,মার্কা,পাউরুটি
,টুপি,গির্জা, ক্রুশ,যিশু।
৩।নং.........
এক #মিস্ত্রী #চাবি দিয়ে #ইস্পাতের #আলমারি খুলে #আলপিন আর #পেরেক নিবেন বলে #আলকাতরার #গুদামে গেলেন।
শব্দসমূহঃ—
মিস্ত্রি, চাবি,ইস্পাত, আলমারি,আলপিন,পেরেক
আলকাতরা,গুদাম।
৪।নং........
তামাকের নেশায় আসক্ত এক #কেরানী এক #বোতল #কফি খাবেন বলে তার একমাত্র #পিস্তল আর #বেহালাটা #নিলামে দিলেন।#কফি কিনেই তিনি #কামরার #বারান্দায় আরাম করে #কেদারায় বসে খেতে লাগলেন।
শব্দসমূহঃ— তামাক,কেরানি,বোতল,কফি,পিস্তল(+বোমা),বেহালা নিলাম,কামরা,বারান্দা,কেদারা।
শব্দের উৎসঃ—অ্যাসিওরেন্স ডাইজেস্ট, প্রফেসরস ডাইজেস্ট, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা —শৌমিত্র শেখর।
৪০তম বিসিএসে এখান থেকে কমন পেয়েছিলাম।আশা করি সব ধরনের জবের পরীক্ষায় #পর্তুগীজ শব্দ নিয়ে আর সমস্যায় পড়তে হবে না।একবার পড়লেই মনে থাকবে।
Rubel Bhuiyan
এক্স স্টুডেন্ট— ইতিহাস বিভাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়।
অন্যান্য ভাষার শব্দ নিয়ে লেখাগুলো সময় পেলে শেয়ার করব,সে পর্যন্ত সঙ্গেই থাকুন।
কার্টেসি ছাড়া কপি করা নিষিদ্ধ।

No comments:

Post a Comment