Wednesday, May 8, 2019

BCS preliminary 40th comedy Manoniow Speaker

বিসিএস দেওয়া কি যে কষ্ট মাননীয় স্পিকার,
এটা আপনাকে বলে বুঝানো যাবেনা মাননীয় স্পিকার!
মাননীয় স্পিকার নীলক্ষেতের বই পড়ে কিছুই হয়না!
Mp3, জব স্যলুশন পড়ে কিছুই হয়না মাননীয় স্পিকার!
মাননীয় স্পিকার ব্যাংক জব, গভমেন্ট জবের জন্য কোচিং ফোচিং করে যে পরিশ্রম করছি,
এত পরিশ্রম সুইটি বিউটি আর কিউটির পিছনে করলে, আজকে এক ডজন গার্লফ্রেন্ড থাকত মাননীয় স্পিকার!
মাননীয় স্পিকার আজকে যেই পোলাডা বিসিএস দিল, এই পোলাডা ক্যাডার না হলে কোন মেয়ে তাকে বিয়ে করবেনা মাননীয় স্পিকার! এই দায় কার!
মাননীয় স্পিকার এমতাবস্থায় আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে বিপদ সারাবেন মাননীয় স্পিকার!
এদেশে চাকরির আবেদন করতে করতে যতগুলো টাকা খরচ হয় মাননীয় স্পিকার,
বাংলা সিনেমায় অপারেশনের টাকা জোগাড় করতেও এত কষ্ট হয়না মাননীয় স্পিকার!
মাননীয় স্পিকার দেশের "প্রশুড়" উন্নয়ন হয়েছে, উন্নয়নের ঠ্যালায় কিছু ক্যানডিডেট সময়মত হলে পৌছতে পারেনি জ্যামের কারনে মাননীয় স্পিকার!
মাননীয় স্পিকার তারই জ্বলন্ত প্রমাণ বকশি বাজার কেন্দ্রের জামিলা খাতুন! প্রেগন্যান্ট এবং শারীরিক সমস্যা নিয়ে পৌছতে একটু দেরি হওয়ায়, পরীক্ষা বাতিল করছে (কতৃপক্ষ) হল সুপার মাননীয় স্পিকার!
১২০ মিনিট সময় আর ২০০ নম্বরের এমসিকিউ এক্সামের জন্য, পুরো দুইটা ঘন্টাই মেয়েটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে গেটের সামনে দাড়িয়ে!
এই কষ্টটা আপনি বুঝবেন না মাননীয় স্পিকার!

No comments:

Post a Comment