যারা ৩৭ বিসিএসে গেজেটভুক্ত হয়েছেন, তাদের উদ্দ্যেশ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার বাদল সৈয়দ স্যার অসাধারণ কিছু কথা বলেছেন
সিভিল সার্ভিসে যারা যোগ দিয়েছো-
তোমাদের অভিনন্দন।
Bcs Preparation Motivation
কিছু কথা বলি,কাজে লাগতে পারে।
১. উপরে উঠার এ যাত্রার 'আভিজাত্য' যাতে তোমাকে না বদলায়। সমস্ত স্বজন যাতে আগের মতোই 'স্বজন' থাকেন।কেউ যেন তোমার 'লাল চোখ' না দেখে।
২. 'চেয়ার' মানে কিন্তু দায়িত্ব। তোমাকে উপরওয়ালা এ দায়িত্বের জন্য নির্বাচন করেছেন। তাঁর প্রদত্ত এ সম্মান ও করুণার অমর্যাদা করো না।
৩. যা পেয়েছো তার জন্য শোকর কর।প্রতি মূহুর্তে শোকর কর। মনে রেখ,শোকর না করলে যে কোন অর্জন শেষ অব্দি টিকে থাকেনা।
৪. কেউ যখন তোমার কাছে কাজে আসবেন, তখন ভাববে হয়তো দেশের আরেক প্রান্তে তোমার বাবা কিংবা ভাই, মা অথবা বোন হয়তো তোমার মতো আরেকজনের কাছে কোন প্রয়োজনে গিয়েছেন। তাঁরা যে সম্মান সেখানে আশা করেন,তুমি ঠিক সে সম্মানটি তোমার কাছে আসা মানুষটিকে দিও।
৫. মনে রাখবে পদ মানুষকে মহিমান্বিতও করে,ঘৃনিতও করে। এখন পছন্দ তোমার।
৬. সম্ভব হলে বাবা-মায়ের সাথে থেকো। আমি চাই প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাঁরা যেন জানালায় মুখ বাড়িয়ে তোমাকে বিদায় দেন। আবার ফিরে আসার সময় একই জানালায় তাঁদের পবিত্র মুখ তোমার প্রতীক্ষায় থাকুক।
৭. সব কিছুর শেষ হয়, এ চাকুরিরও হবে। তোমাকে ফিরে আসতে হবে সাধারণ জগতে। তখন যেন সবাই তোমাকে সানন্দে বরণ করে, বর্জনের অভিজ্ঞতা যাতে তোমার না হয়।
৮. চাকুরির সাথে পরিবারকে জড়াবে না। এর সমস্ত সুবিধা তোমাকে দেয়া হবে,পরিবারকে নয়। তারা এগুলো ভোগ করার অধিকার রাখেন না।
৯. যখন বাবা কিংবা মা হবে বাচ্চাকে বলবে, "আমি কষ্ট করে যা অর্জন করেছি তা প্লেটে তুলে আমি তোমাকে ভোগ করতে দেবো না। এগুলো আমার মতো তোমাকে অর্জন করে নিতে হবে।"
১০. আজ থেকে নেয়ার পালা শেষ,শুরু হলো তোমার দেয়ার পালা। এ কথাটি মনে রাখলে কোন সমস্যাই তোমাকে ছোঁবে না।
২. 'চেয়ার' মানে কিন্তু দায়িত্ব। তোমাকে উপরওয়ালা এ দায়িত্বের জন্য নির্বাচন করেছেন। তাঁর প্রদত্ত এ সম্মান ও করুণার অমর্যাদা করো না।
৩. যা পেয়েছো তার জন্য শোকর কর।প্রতি মূহুর্তে শোকর কর। মনে রেখ,শোকর না করলে যে কোন অর্জন শেষ অব্দি টিকে থাকেনা।
৪. কেউ যখন তোমার কাছে কাজে আসবেন, তখন ভাববে হয়তো দেশের আরেক প্রান্তে তোমার বাবা কিংবা ভাই, মা অথবা বোন হয়তো তোমার মতো আরেকজনের কাছে কোন প্রয়োজনে গিয়েছেন। তাঁরা যে সম্মান সেখানে আশা করেন,তুমি ঠিক সে সম্মানটি তোমার কাছে আসা মানুষটিকে দিও।
৫. মনে রাখবে পদ মানুষকে মহিমান্বিতও করে,ঘৃনিতও করে। এখন পছন্দ তোমার।
৬. সম্ভব হলে বাবা-মায়ের সাথে থেকো। আমি চাই প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাঁরা যেন জানালায় মুখ বাড়িয়ে তোমাকে বিদায় দেন। আবার ফিরে আসার সময় একই জানালায় তাঁদের পবিত্র মুখ তোমার প্রতীক্ষায় থাকুক।
৭. সব কিছুর শেষ হয়, এ চাকুরিরও হবে। তোমাকে ফিরে আসতে হবে সাধারণ জগতে। তখন যেন সবাই তোমাকে সানন্দে বরণ করে, বর্জনের অভিজ্ঞতা যাতে তোমার না হয়।
৮. চাকুরির সাথে পরিবারকে জড়াবে না। এর সমস্ত সুবিধা তোমাকে দেয়া হবে,পরিবারকে নয়। তারা এগুলো ভোগ করার অধিকার রাখেন না।
৯. যখন বাবা কিংবা মা হবে বাচ্চাকে বলবে, "আমি কষ্ট করে যা অর্জন করেছি তা প্লেটে তুলে আমি তোমাকে ভোগ করতে দেবো না। এগুলো আমার মতো তোমাকে অর্জন করে নিতে হবে।"
১০. আজ থেকে নেয়ার পালা শেষ,শুরু হলো তোমার দেয়ার পালা। এ কথাটি মনে রাখলে কোন সমস্যাই তোমাকে ছোঁবে না।
তোমার যাত্রা পবিত্র হোক।কোন কালিমা যেন তাতে না লাগে আমি এ প্রার্থনাই করি।
Bcs Preparation Motivation
No comments:
Post a Comment