১. বৃক্ষরোপণকে উৎসাহিত করার জন্যে ১৯৯২ সালে কি ধরনের পুরস্কার প্রবর্ততিত হয়?
উত্তরঃ প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার।
২. বাংলাদেশে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
উত্তরঃ বাংলা একাডেমী পুরস্কার।
৩. বাংলাদেশ কবে টেস্ট স্ট্যাটাস লাভ করে?
উত্তরঃ ২৬ই জুন, ২০০০ সালে।
৪. অভিষেক টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ নাঈমুর রহমান দুর্জয়।
৫. মুজিবনগর সরকারের কার্যকারিতা সাংবিধানিকভাবে কি বলে স্বীকৃত হয়?
উত্তরঃ Charter of Independence বলে।
৬. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ ৬৪টি।
৭. শিক্ষামূলক কার্টুন সিরিজ 'মীনা' তৈরি করেন কে?
উত্তরঃ মোস্তফা মনোয়ার।
৮. ''বাঘা মসজিদ'' কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহীতে। ( এটির নির্মাতা - নুসরত শাহ)
৯. পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত?
উত্তরঃ নঁওগা জেলায় ( এটির নির্মাতা - রাজা ধর্মপাল)
১০. বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে?
উত্তরঃ অলক রায়।
No comments:
Post a Comment