১. বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায়?
উত্তরঃ কুয়াকাটা (পটুয়াখালী)
২. প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র কি নামে অ্যাখায়িত করা হয়?
উত্তরঃ সুবর্ণ নাগরিক।
৩. বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল কোথায় অবস্থিত?
উত্তরঃ ধলাগাছ, সৈয়দপুর;নীলফামারী।
৪. বহুল আলোচিত 'টিকফা'(TICFA) চুক্তির বিষয় কি?
উত্তরঃ বাণিজ্য ও বিনিয়োগ।
৫. বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজে জয়লাভ করে?
উত্তরঃ জিম্বাবুয়ে।
৬. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
উত্তরঃ পাল বংশ।
৭. গ্রান্ডট্রাঙ্ক রোডের নির্মাতা কে?
উত্তরঃ শেরশাহ।
৮. ১৯৪৭ সালের সীমানা কমিশন কি নামে পরিচিত?
উত্তরঃ র্যাডক্লিফ কমিশন নামে।
৯. তেভাগা আন্দোলনের নেত্রী?
উত্তরঃ ইলা মিত্র।
১০. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্ট গঠিত হয় কয়টি রাজনৈতিক দল নিয়ে?
উত্তরঃ চারটি।
No comments:
Post a Comment