৪০ তম বিসিএস প্রিলিমিনারি খুবই কাছে বলায় যায়। প্রস্তুতির ক্ষেত্রে তিন ধরনের বিসিএস প্রতিযোগী পাওয়া যাবে।
১. প্রস্তুতি শেষ- যাচাই চলছে।
২. এলোমেলো ভাবে চলছে- পুরাপুরি আদৌ শেষ হবে কিনা কনফিউসড
৩. কিভাবে শুরু করবে এখনও খুঁজে বেড়াচ্ছে সহজ কোন রুটিন।
১. প্রস্তুতি শেষ- যাচাই চলছে।
২. এলোমেলো ভাবে চলছে- পুরাপুরি আদৌ শেষ হবে কিনা কনফিউসড
৩. কিভাবে শুরু করবে এখনও খুঁজে বেড়াচ্ছে সহজ কোন রুটিন।
৩৬ থেকে প্রতি বারই #target120 নামে একটা রুটিন সিলেবাস করে থাকি এই গ্রুপে। অনেকেই উপকৃত হয়েছে কিনা সেরকম কোন তথ্য উপাত্ত নাই। কিন্তু এবারো করতে চাচ্ছি। প্রতি দুই দিনের সিলেবাস দিবো। সপ্তাহে ৩টা। শুক্রবার সপ্তাহের সিলেবাসের উপর ২০ নম্বরের পরীক্ষা। জানি না কত টুকু পারব। কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়।
আমরা সিলেবাস করে নিয়মিত পড়তে পারি না, তাদের জন্য। আজ থেকে প্রতি দুই দিন পরপর সিলেবাস দিব। আমি আগেই বলছি এটা আমি নিয়মিত যেন পড়তে পারি সেজন্য করা। আর আমি এটা শেয়ার করছি সবার সাথে এই জন্যই যেন একটু হলেও উপকার হয়। অনেকে অনেক ভাবেই নিবেন। আশা করি এটা ভালোভাবেই নিবেন।
তবে এই ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখিন হয়, যেহেতু গ্রুপে আপ্প্রুভ এর ব্যপার আছে। সেহেতু আপলোডের ক্ষেত্রে একটু সমস্যা হয়। যদি এই ক্ষেত্রে গ্রুপের এডমিন ভাই/আপুরা আপ্প্রুভের ক্ষেত্রে সাহায্য করে। তাহলে আশা করি #target120 সফল হবে।
#target120 হচ্ছে সামগ্রিক ভাবে বিসিএসের ১২০ নম্বর এর সিলেবাস শেষ করা। বিসিএসে ১২০ নম্বর পেলে আশা করি বিসিএস প্রিলিমিনারি তে টিকে যাবেন।
আমরা সিলেবাস করে নিয়মিত পড়তে পারি না, তাদের জন্য। আজ থেকে প্রতি দুই দিন পরপর সিলেবাস দিব। আমি আগেই বলছি এটা আমি নিয়মিত যেন পড়তে পারি সেজন্য করা। আর আমি এটা শেয়ার করছি সবার সাথে এই জন্যই যেন একটু হলেও উপকার হয়। অনেকে অনেক ভাবেই নিবেন। আশা করি এটা ভালোভাবেই নিবেন।
তবে এই ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখিন হয়, যেহেতু গ্রুপে আপ্প্রুভ এর ব্যপার আছে। সেহেতু আপলোডের ক্ষেত্রে একটু সমস্যা হয়। যদি এই ক্ষেত্রে গ্রুপের এডমিন ভাই/আপুরা আপ্প্রুভের ক্ষেত্রে সাহায্য করে। তাহলে আশা করি #target120 সফল হবে।
#target120 হচ্ছে সামগ্রিক ভাবে বিসিএসের ১২০ নম্বর এর সিলেবাস শেষ করা। বিসিএসে ১২০ নম্বর পেলে আশা করি বিসিএস প্রিলিমিনারি তে টিকে যাবেন।
No comments:
Post a Comment