BCS preparation motivation
কেউ কথা রাখেনি।.
রেজাল্টের আগে এক ছোটভাই বলেছিল, "ভাই, তুমি বিসিএস পরীক্ষা দাও কোন সাহসে? তোমার ক্যাডার পেতে হবেনা, তুমি ননক্যাডার হলেও আমি আমার কান কেটে ফেলব।"- বিসিএস এর রেজাল্ট দেবার পরে সেই ছোটভাই তার কান নিয়ে বহাল তবিয়তেই ঘুরছে।
.
বন্ধুর দিদির বাড়িতে বেড়াতে গেলে জনৈক বন্ধু বলেছিল, "তুই প্রিলি পাশ করলেই আমার বাম হাতের তালুতে লোম গজাবে।" বন্ধুর হাতের তালুতেও লোম গজায়নি।
.
বড়ভাই বলেছিলেন, "তোর মত ছেলে পররাষ্ট্র পছন্দক্রমের প্রথমে রাখে কোন সাহসে? তুই একটা ক্যাডার পেয়েই দেখা। আমি লোক সম্মুখে ১০০০ বার কান ধরে উঠবস করব।" বড়ভাই একবারও কান ধরে উঠবস করেননি।
.
ইংরেজি শিখতে এক ক্লাবে ঢুকলে আমাকে অপমান করে বার করে দিয়ে বন্ধু বলেছিল, "তুই IELTS এ 5.5 পেলেও আমি আমার নাক কেটে ফেলব।" আমি 7.5 পাবার পরও বন্ধু তার নাক নিয়ে দেশবিদেশে ঘুরছে।
.
খুব সুন্দর দেখতে এক বন্ধু বলেছিল, "তুই চোরের মত দেখতে। এই চেহারায় পররাষ্ট্র প্রথম পছন্দ! ভাইভাতে ফেইল যদি না করিস আমি মাথা ন্যাড়া করে মাথায় চুন কালি মেখে সারা ঢাবি ক্যাম্পাস ঘুরব।" বন্ধুকে অবশ্য অনেকবার ন্যাড়া হতে দেখেছি, কিন্তু চুন কালি সে মাথায় মাখায়নি।
.
--কথাগুলো একারণে বললাম যে, আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা মানুষকে উৎসাহিত করতে পারিনা। তার দূর্বলতাগুলো খুজে সেখানে আঘাত করতে পারলেই আমাদের শান্তি। ট্র্যাকলেস ছেলেটা বা মেয়েটা ট্র্যাকে ফিরে এলে তাকে অনুৎসাহিত না করে অনুপ্রেরণা দিন না।
.
জাবি ক্যাম্পাস এর ইতিহাসে সবচেয়ে বাজে রেজাল্ট এবং সবচেয়ে বেশি সংখ্যক সাব্জেক্টে অকৃতকার্য হয়ে আমি যদি আমার দূর্বলতাগুলো জয় করতে পারি তাহলে আমার জুনিয়ররা ক্যান পারবে না?
.
যার যেটা passion তাকে সেদিকেই এগিয়ে যেতে দিন। সে সেদিকে সফল না হোক, চেষ্টা চালিয়ে যাক। তার লাইফের দায়ভার তারই, আপনার না। তাহলে ক্যান তাকে কৌতুকের পাত্র বা হাসির খোরাক বানিয়ে তার সকল অনুপ্রেরণায় আমরা আঘাত করি।
.
ভাই, কার রুটি- রুজি কোথায় লেখা তাতো স্বয়ং ঈশ্বরই জানেন।
.
লিখেছেন : ওয়ালিদ ইসলাম ভাই , বিসিএস পররাষ্ট্র ক্যাডারে সুপারিশক
====================================
BCS preparation motivation
====================================-
Ei vai er Sathe ki Ami messanger or whatts app e konovabe jogajog korte parbo?
ReplyDeleteEi vai er Sathe ki Ami konovabe messanger or whatts app e jogajog korte parbo?uni kon bcs e tiksilen?
ReplyDelete