Wednesday, April 24, 2019

Bcs General Knowledge Preparation

Bcs General Knowledge Preparation


বিউটিফুল বাংলাদেশ থেকে বিসিএস প্রিলিতে ১টা হলেও প্রশ্ন আসবে । তাই গুরুত্বদিন । 
.
বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য< ৩টি> ইউনেস্কো কর্তৃক
---------------------------------
১।ষাট গম্বুজ মসজিদ>> সাংস্কৃতিক মানদন্ডে ৪র্থ>> স্বীকৃতি> ১৯৮৫
২। পাহাড়পুর বৌদ্ধ বিহার>>সাংস্কৃতিক মানদন্ডে(১ম, ২য়, ৬ষ্ঠ।> স্বীকৃতি> ১৯৮৫
৩। সুন্দরবন >>> পরিবেশ গত মানদন্ডে(৯ম১০ম) । স্বীকৃতি>১৯৯৭।৫২২তম ।
৪। ৭ মার্চের ভাষণ 
৫। শীতল পার্টি 
===================
/
/
রামসার কনভেশন কতৃক বাংলাদেশের সংরক্ষিত এলাকা২টি
-------------------------------------
১। ১৯৯২ সালের ২১শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।
২। টাঙ্গুয়ার হাওর বা টাঙ্গুয়া হাওর,
.
দ্বীপ 
.
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ- বাংলাদেশ 
বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ- সুন্দরবন 
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ- ভোলা (৩৪০৩ বর্গকিমি)
বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা- ভোলা
সাগর কন্যা নামে পরিচিত >> ভোলা 
সর্ব দক্ষিণের দ্বীপ- ছেঁড়া দ্বীপ (না থাকলে সেন্ট মার্টিন দ্বীপ
একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ- সেন্ট মার্টিন দ্বীপ 
নিঝুম দ্বীপ অবস্থিত- মেঘনা নদীর মোহনায়
নিঝুম দ্বীপের পুরোনো নাম- বাউলার চর 
দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- সাতক্ষীরা জেলায় (আয়তন- ৮ বর্গকিমি) 
দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম- নিউমুর বা পূর্বাশা দ্বীপ (ভারতে এ নামে পরিচিত) 
দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ- বাংলাদেশ ও ভারতের 
ভারতীয় নৌ-বাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে নেয়- ১৯৮১ সালে 
৤ . বাংলাদেশের সক্রিয় ব-দ্বীপ অঞ্চল কোনটি? => বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চল
৤ . বাংলাদেশের মৃতপ্রায় ব-দ্বীপ কোনটি? => যশোর ও কুষ্টিয়া অঞ্চল
৤ বাংলাদেশের কোথায় সক্রিয় ব-দ্বীপ আছে? => নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে
৤. অপরিপক্ক দ্বীপ কোথায় অবস্থিত? => মেঘনা নদীর মোহনায়
৤ . অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? => সুন্দরবন
৤ . বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? => মহেশখালী
৤ . বাংলাদেশের কোন দ্বীপে মন্দির রয়েছে? => মহেশখালী দ্বীপে (আদিনাথ মন্দির)
৤ . মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত? => ভোলা জেলায়
৤ (মেঘনা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল থেকে ৭.২ মাইল উত্তরে অবস্থিত)
৤ . মনপুরা দ্বীপে কারা বাস করত? => পর্তুগিজরা
৤ . ‘সোনাদিয়া দ্বীপ’ কোথায় অবস্থিত? => কক্সবাজারের পশ্চিমে বঙ্গোপসাগরের গভীরে জেগে ওঠা দ্বীপ
৤ . ‘সোনাদিয়া দ্বীপ’ কেন বিখ্যাত? => মৎস্য আহরণ এবং অতিথি পাখির জন্য
৤. ‘এলিফ্যান্ট পয়েন্ট’ কোথায় অবস্থিত? => কক্সবাজার জেলায়
৤. ‘হিরণ পয়েন্ট’ ও ‘টাইগার পয়েন্ট’ কোথায় অবস্থিত? => সুন্দরবনের দক্ষিণে
৤ . ‘শাহবাজপুর দ্বীপ’ বর্তমানে কী নামে পরিচিত? => ভোলা
৤ . বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত? => কুতুবদিয়া
৤ কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরে চর জাগানো সম্ভব কিভাবে? => ক্রস ড্যাম পদ্ধতিতে
৤ . সন্দ্বীপ কেন বিখ্যাত? => প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরি করা হতো বলে
/
ঝরনা: 
শীতল পানির ঝরনা- কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে 
গরম পানির ঝরনা- সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে
শুভলং ঝরনা- রাঙামাটিতে অবস্থিত 
রিসাং ঝরনা- খাগড়াছড়িতে অবস্থিত
==================
/
বাংলাদেশের উপত্যকা 
===========
¤¤ ১।কাপ্তাই থেকে প্লাবিত রাঙামাটির উপত্যকাকে কি বলা হয়=ভেঙ্গি ভ্যালি 
২।বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত=মৌলভীবাজার 
৩।হালদা ভ্যালি কোথায় অবস্থিত=খাগড়াছড়ি 
৪।নাপিত খালি ভ্যালি কোথায় অবস্থিত=কক্সবাজার
৫।সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত=চট্টগ্রাম
৬।মাইনীমুখী ভ্যালি কোথায় অবস্থিত=রাঙামাটি জেলায়
======================
.
হাওড় 
হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
বাংলাদেশের সবচেয়ে বড় হাওড়- হাকালুকি হাওড় 
এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি >হাকালুকি হাওড় 
টাঙ্গুয়ার হাওড়- সুনামগঞ্জে 
টাঙ্গুয়ার হাওড়- World Heritage (UNESCO ঘোষিত) 
টাঙ্গুয়ার হাওড়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করে- ২০০০ সালে 
হাকালুকি হাওড়- মৌলভীবাজার
=================
/
সুন্দরবন 
.-------------------
>> বাংলাদেশের জাতীয় বন- সুন্দরবন 
>>বিশ্ব ঐতিহ্য (World Heritage)- সুন্দরবন
>>সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে- UNESCO (১৯৯৭ সালে) (৫২২তম
) >>মোট বনভূমি- ২৫ লক্ষ হেক্টর/ ২৫ হাজার বর্গকিমি
সুন্দরবনের মোট আয়তন >> ১০, ০০০বর্গ কি. মি। 
>>বাংলাদেশে সুন্দরবনের আয়তন - ৫৭৪৭ বর্গকিমি(অথবা ৫৫৭৫ বর্গকিমি)/ ২৪০০ বর্গমাইল /৬০১৭বর্গ কি. মি (বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য)
><বাংলাদেশে সুন্দরবনের- ৬২% (বাকি ৩৮% ভারতে) 
>>সুন্দরবনকে স্পর্শ করেছে- ৫টি জেলা (বাগেরহাট,সাতক্ষীরা,খুলনা, , বরগুনা , , পটুয়া খালী ( টেকনিক >> সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। )
>>পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন- সুন্দরবন (সুন্দরবন টাইডাল বনও বটে) 
>>সুন্দরবনের ৩টি এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। 
>>সুন্দরবনের প্রধান গাছ- সুন্দরী
========
প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোও গুরুত্বপূর্ণ তাই দেখে রাখতে হবে। 
===================

Bcs General Knowledge Preparation

No comments:

Post a Comment