Friday, April 26, 2019

Bsc preliminary preparation before 10 days ago

৪০তম প্রিলিতে ভয়ের কী অাছে??

------------------------

কেবল এই ১০ দিন অাপনার সবটুকু পরিশ্রম দিয়ে পড়ুন। নতুন করে পড়ার কোন দরকার নাই। অাগে যা পড়ে ফেলেছেন তা বার বার পড়ুন। কে বলেছেন অাপনি পাস করবেন না?? অবশ্যই করবেন। প্রতিদিন এই ১০ দিন চেষ্টা করে ৮/৯ ঘন্টা পড়ুন। যাদের জব কিংবা বাড়ির কাজ কর্ম অাছে তাদের উচিত ৫/৬ ঘন্টা হলেও সময় দেওয়া। সারাদিন সিলিবাসের টপিক ধরে ধরে পড়বেন অার রাতে ঘুমানোর অাগে অাপনার এই সারাদিনের পড়া কতটা পুঁজি হয়েছে জানতে একটা একটা করে মডেল টেস্ট দিয়ে ঘুমিয়ে পড়ুন। মডেল টেস্টে কম মার্কস পাওয়া দেখে হতাশার মোড়ে দাঁড়াবেন না। কিভাবে এর থেকে অারো ভালো মার্কস তুলবেন সেই চেষ্টা করুন। সকালে খুব ভোরে উঠুন তারপর মুখ হাত ধুয়ে অাল্লাহকে ডেকে পড়তে বসুন। যে টপিকগুলো কঠিন সেটা বাদ দিয়ে দিন অার অন্য টপিকে গিয়ে পড়ুন। এই ১০ দিন সময়ের সদ্ব্যবহার করতে পারলে নিশ্চিত অাগামী দিনের ক্যাডার হবেন। পড়ার টেবিলে বসে একটু চিন্তা করুন কোন সাবজেক্টে নাম্বার বেশি অাছে। সেক্ষেত্রে বাংলা+বাংলাদেশ+ইংরেজী+অার্ন্তজাতিক+কম্পিউটার=১৩৫ মার্কস, বেশি বেশি পড়ুন। প্রিলির পিঁড়িতে বসার সময় প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে পড়বেন কারপর উত্তর দাগাবেন। প্রশ্ন কনফিউজ মনে হলে সোজা সাপ্টা সালাম দিয়ে রেখে দিবেন নইলে নেগেটিভ মার্কিং'এ তালিকাভূক্ত হবেন। অারো পড়ার গতি বাড়িয়ে দিন এই ভেবে যে "অামিও একদিন ক্যাডার হব"। অাপনার প্রস্তুতি যেমনি হোক সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন এবং অাল্লাহকে ডাকুন যাতে সয়সালামতে পাস করতে পারেন। ভয় পাবেন না পাস করবেন। অাজ না হয় কাল অাপনিই ক্যাডার!! শুভ কামনা সবাইকে।

--------

ঊর্মি,চৌধুরী।
Bcs our goal

No comments:

Post a Comment