Wednesday, May 8, 2019

40th Bcs cut marks

কেমন হতে পারে কাট মার্ক?
কাল থেকে দেখলাম রেঞ্জটা এরুপঃ
১২০+ ( এক্সাম এর পর পর )
১১০-১১৫ ( এক্সামের ১ ঘণ্টা পর )
১০৫-১১০ ( এক্সামের ৩/৪ ঘণ্টা পর )
১০০- ১০৫ ( একটা কোচিং উত্তরলিপি দেওয়ার পর )
৯৭-১০০ ( ২/৩ টা কোচিং উত্তর দেওয়ার পর / কিছু ভুল এবং কনফিউশন উত্তর লিপি পাওয়ার পর ।)
সুশাসন , ভুল উত্তর এবং কনফিউশন মিলিয়ে প্রায় ১০টির মত প্রশ্ন রয়েছে।বেশিরভাগ প্রার্থীই দেখলাম এইগুলোর উত্তর করে এসেছে । আসলে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পিএসসি ছাড়া কেউ জানে না ।
এই ১০ টি প্রশ্ন থেকে কারো উত্তর সঠিক হবে ২ টা কারো বা ৫ টা বা এর চেয়েও বেশি । আর যদি কারো ১০ টি প্রশ্নের কোনটিরই যদি সঠিক না হয়,তার ১২০ মার্কস পেলে তার প্রকৃত মার্কস হবে ১০৫ আর কারো ১১০ টা হলে তার প্রকৃত মার্কস হ
৯৫ ।
যদি কাট মার্ক ১০০+ হয় তবে রেজাল্টের দিন কিছু প্রার্থী দাবি করবে আমার ১১০+ হয়েছিল কিন্তু আমার প্রিলি হয় নি । চলেন রিট করি !!!!😜😜😜
এবার প্রিলি পরীক্ষার্থী ৪ লাখ ১২ হাজার হলেও ৮৩ হাজার পরীক্ষার্থী কিন্তু এক্সাম দেয় নি । পিএসসি কিন্তু ২০০০ পদের বিপরীতে ৭/৮ গুন টিকাবে যেটি ৩৬ বিসিএস থেকে হয়ে আসতেছে ।
অর্থাৎ লিখিত দিবে ১৫০০০ থেকে ১৬০০০ প্রার্থী ।
তাহলে বুঝেন কাট মার্ক উপরের রেঞ্জ থেকে কোনটা হবে ।
এই প্রিলিতে ১৩০/১৪০ পাওয়া প্রার্থীও আছে । যারা ফেইসবুকে সরব না । তাদের কেউ যদি স্ট্যাটাস দেয় আমি ১৩০ পাবো তাহলে আমরা দল বেধে তার গোষ্ঠী উদ্ধার করে দেব । বিভিন্ন অকথ্য ভাষায় তার পিণ্ডি চটকাবো।
তবে এটা ঠিক যে পিএসসি এখন অনেকটা গতানুগতিক প্রশ্নের ধারা থেকে বেরিয়ে এসেছে । প্রতিটা বিষয়ে বেসিক জানা লোকের জন্য চাকরি পাওয়াটা সহজ করে দিল পিএসসি ।
***********
প্রকাশ কুমার নাথ
বিসিএস (তথ্য), ৩৬ বিসিএস।
ইন্সট্রাক্টর (মেরিন/ডিজেল), ১ম শ্রেণী, ৩৫ বিসিএস নন ক্যাডার।
৩৭ বিসিএস নন ক্যাডার।
BCS cut marks
৩৫, ৩৬, ৩৭ এবং ৩৮ বিসিএস এর অভিজ্ঞতার আলোকে বিসিএস ৪০

৩৫ : প্রশ্ন খুবই বিদঘুটে, মনে হল ১০০ এর বেশি লাগবে না। আবার অনেকেই বললো মাত্র ১০০ তে হবে! শেষে ৮৮ তে হল, টিকানো হল ২০০০০+।  যদি ১৫০০০ টিকানো হত তাহলে হয়তো ৯২-৯৩ লাগতো।      

৩৬: প্রশ্ন সহজ হল। আমরা সব সময় আগের বিসিএস দ্বারা প্রভাবিত হই, ভাবলাম ৯০ হলেই হবে। কিন্তু ১০৩ এ টিকানো হল ১৩০০০+ 

৩৭: প্রশ্ন বেশ কঠিন, ৩৫ এর কাছাকাছি। এবার সবার অনুমান ঠিকই ছিল কিন্তু পিএসসি মাত্র ৮০০০+ নিল পোস্ট কম থাকার কারনে, তাই টিকতে লাগল ৯৭! ১৫০০০+ নিলে ৯২-৯৩ এ হত।

৩৮: প্রশ্ন একটু সহজ আবার অত সহজ ও না, স্ট্যান্ডার্ড বলা যায়। তবে কেউই ভাবে নি ১১২ লাগবে সেখানে টেকানো হল ১৬০০০+। প্রতিযোগিতা অনেক বেড়েছে বলা যায়। 

৪০: আমি আগেই বলেছি আমরা আগের বিসিএস দ্বারা একটু প্রভাবিত হই। ৪০ এর প্রশ্ন এতটা সহজ ছিল না। অনেক ব্যাতিক্রমী ছিল, ট্রিকি ছিল। সবাই ৩৮ এর কথা ভেবে অনেক দাগিয়েছে আর এটাই কাল হয়েছে। এই প্রশ্ন ৩৫ বা ৩৭ এর মতই অনেকটা। পিএসসি যদি ১৬০০০+ টেকায় ৯২-৯৩ লাগবে, যদি ১৪০০০+ টেকায় ৯৪- ৯৫ আর ১২০০০  টেকালে ৯৭-৯৮ 

বিসিএস ট্রাপ : বিসিএস এ প্রশ্ন একটু সহজ হলেই যেমন কাটমার্ক অনেক উপরে উঠে যায়, তেমনি একটু কঠিন হলেই অনেক নিচে নেমে আসে। এটা হয় নেগেটিভ মার্কিং এর কারনে। সবাই অনেক ভুল করে আর নাম্বার কমতেই থাকে। এটাই হল বিসিএস এর ট্রাপ।
:::: ৩৮ প্রিলির পর এই লিখাটি লিখেছিলাম। ৪০ প্রিলির পর কাট মার্কের রেঞ্জ  পরিবর্তন হবে,  কিন্তু পোস্টের বেসিক জিনিস একই থাকবে। ::::
-----------------------------------------
যারা কাট মার্ক নিয়ে এবং পরবর্তী করণীয় নিয়ে দ্বন্দ্বে আছেন; তাদের জন্য :-

বিভিন্ন কোচিং, সম্মানিত ক্যাডার এবং টিচারদের মতে ১১০ পেলে ১০০%; ১০৫ পেলেও ৫০% preli পার হয়ে যাবার সম্ভাবনা আছে। ৯৫+ পেলে তাঁরা রিটেন এর preparation (মানে কোচিং এ ভর্তি/ private পড়া) শুরু করতে বলেছেন। 

আবার ও বলছি, তাঁরা আপনাকে ৯৫+ পেলে রিটেন এর জন্য কোচিং এ ভর্তি/ private এ ভর্তির পরামর্শ দিচ্ছেন আপনাকে।

ফুল ক্যাডার/ সুপারিশপ্রাপ্ত এর মধ্যে ৬০% ই কিন্তু directly/indirectly কোচিং বা প্রাইভেট পড়ানোর সাথে জড়িত। তাঁরা তাদের business পোস্ট/ পরামর্শ যে দিচ্ছেন, এইটুকু তো বুঝতে rocket scientist হওয়া লাগে না। আফসোস, আমরা অনেকেই এটা বুঝেও, আবেগ কন্ট্রোল করতে পারি না। ফাদে পা দিয়ে ফেলি। 

আপনি ভালো করে খোজ নিয়ে দেখেন, যারা রিটেনের কোচিং এ ভর্তি হয়; ২ মাস পর তাদের অনেকেই (প্রায় ৫০%) আর কোচিং এ যায় না। অথচ,  পুরো টাকা, মনোবল এবং মুল্যবান দুই মাস নষ্ট। 

----------------------------------------

যারা ১১০ এর কম পেয়ে সেমিনার/ পরামর্শ শুনে রিটেন এ ভর্তি হতে যাচ্ছেন, তাঁরা আগে  রিটেন এর syllabus টা ভালো করে দেখে নিয়েন। ৩/৪ মাস এ এতখানি লোড নেবার সামর্থ্য এবং ভিত আপনার আছে তো? নিজেকেই নিজে এই প্রশ্ন করেন বারবার। নাহলে,  শুধু শুধু  আপনার টাইম, টাকা, মনোবল আর ৪০ এর সম্ভাবনা নষ্ট।  

ভাই, একটা জিনিস খেয়াল করেন- ধরুন ১০০ মার্ক পেতে ১০০ কেজি পরিশ্রম করা লাগে।  ১০১ পেতে তাহলে করা লাগবে ১১০ কেজি,  ১০২ পেতে ১২০ কেজি,  ১০৩ পেতে ১৪০ কেজি,  ১০৪ পেতে ১৮০ কেজি and so on। সুতরাং, চিন্তা করুন; যে ১০৫ পায়; আর যে ১১৫ পায়; তাদের মার্ক এর পার্থক্য মাত্র ১০, কিন্তু ১০৫ থেকে ১১৫ এ নিজের মার্ক নিয়ে যেতে সবচেয়ে বেশী কস্ট। 

বরং, আমার মতে, যারা ১০০-১১০ পাবেন, তারা বাজার থেকে রিটেনের পুরানো ম্যাথ ও ইংলিশ গাইড কিনে বাসায় পড়া শুরু করে দিন আজ থেকেই + সামনের ব্যাংক আর অনান্য পরীক্ষা তো আছেই। যদি by any chance এক মাস পর preli টিকে যান ( ১১০ এর নিচে কাট মার্কস নামার সম্ভাবনা নাই বললেই চলে), আপনি চাইলে তো কোচিং এ ভর্তি হতে তো পারবেন ই। আর আপনার লিখিতের মেইন ফ্যাক্টর  ম্যাথ ও ইংলিশ তো এগিয়ে থাকলোই...।

--------------------------------------
আর যারা ১০০ এর নিচে পাবেন; তারা আল্লার ওয়াস্তে মাথা থেকে আগামী ৫/৬ মাস কোন ব্যাংক পরীক্ষার tension বাদ দেন। Basic book, reference book, Board বই পড়ুন ভালো করে ৩/৪ মাস। নিজের দুর্বল দিক গুলো মেরামত করে নিন। ব্যাসিক নলেজ ছাড়া যতদিন যাবে,  প্রিলিমিনারি পাস অসম্ভব হয়ে পড়বে। কমন প্রশ্নের সংখ্যা দিন দিন কমবে। 

REMEMBER  CAREFULLY >>> মেইন সাব্জেক্ট গুলির একটা সাইডও খুব দুর্বল থাকলে, আপনি নেক্সট টাইম প্রিলি পার হতে হয়ত পারবেন, কিন্তু রিটেন এ ভালো করতে পারবেন না। Guaranteed.  <<<

এরপর ৪০ প্রিলির জন্য সিলেবাস ধরে ধরে খুব ভালো করে প্রস্তুতি নিন। চাইলে ব্যাংক বা অন্য পরীক্ষার পড়াও পড়তে পারেন আর ৪০ এর সার্কুলার দিলে যে কোন কোচিং এর exam ব্যাচ ভর্তি হয়ে প্রতিটা exam দিন আর নিজেকে ৪০ এর জন্য উপযুক্ত করে গড়ে তুলুন। 

--------------------------------------
আর হ্যা, যারা ১১০+ পাবেন, তারা 31st night উদযাপন করে ফুল স্পিড এ ১০০% মনোসংযোগ সহকারে রিটেনের preparation নিন।  হয়ত,  ১১০ এ কেউ আপনাকে ১০০% preli পাসের নিশ্চয়তা দিতে পারবে না, কিন্তু আপনার prelir preparation  তো ৯০% শেষ! এবার রিটেনে মনোযোগ দিন। ৩৮ রিটেন দেবার ভাগ্য না হলেও; আমি ১০০০% sure, আপনি ৪০ BCS এ আপনার অন্তত ৭০% chance থাকবে preli, wriiten, viva pass করার। 

সকলের জন্য শুভ কামনা রইল। 


N.B. : একদম সত্য কথা বলেছি, অনেকেরই তিতা লাগতে পারে। অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকলে, নিজগুনে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

:::: ৩৮ প্রিলির পর এই লিখাটি লিখেছিলাম। ৪০ প্রিলির পর কাট মার্কের রেঞ্জ  পরিবর্তন হবে,  কিন্তু পোস্টের বেসিক জিনিস একই থাকবে। ::::
-----------------------------------------
যারা কাট মার্ক নিয়ে এবং পরবর্তী করণীয় নিয়ে দ্বন্দ্বে আছেন; তাদের জন্য :-

বিভিন্ন কোচিং, সম্মানিত ক্যাডার এবং টিচারদের মতে ১১০ পেলে ১০০%; ১০৫ পেলেও ৫০% preli পার হয়ে যাবার সম্ভাবনা আছে। ৯৫+ পেলে তাঁরা রিটেন এর preparation (মানে কোচিং এ ভর্তি/ private পড়া) শুরু করতে বলেছেন। 

আবার ও বলছি, তাঁরা আপনাকে ৯৫+ পেলে রিটেন এর জন্য কোচিং এ ভর্তি/ private এ ভর্তির পরামর্শ দিচ্ছেন আপনাকে।

ফুল ক্যাডার/ সুপারিশপ্রাপ্ত এর মধ্যে ৬০% ই কিন্তু directly/indirectly কোচিং বা প্রাইভেট পড়ানোর সাথে জড়িত। তাঁরা তাদের business পোস্ট/ পরামর্শ যে দিচ্ছেন, এইটুকু তো বুঝতে rocket scientist হওয়া লাগে না। আফসোস, আমরা অনেকেই এটা বুঝেও, আবেগ কন্ট্রোল করতে পারি না। ফাদে পা দিয়ে ফেলি। 

আপনি ভালো করে খোজ নিয়ে দেখেন, যারা রিটেনের কোচিং এ ভর্তি হয়; ২ মাস পর তাদের অনেকেই (প্রায় ৫০%) আর কোচিং এ যায় না। অথচ,  পুরো টাকা, মনোবল এবং মুল্যবান দুই মাস নষ্ট। 

----------------------------------------

যারা ১১০ এর কম পেয়ে সেমিনার/ পরামর্শ শুনে রিটেন এ ভর্তি হতে যাচ্ছেন, তাঁরা আগে  রিটেন এর syllabus টা ভালো করে দেখে নিয়েন। ৩/৪ মাস এ এতখানি লোড নেবার সামর্থ্য এবং ভিত আপনার আছে তো? নিজেকেই নিজে এই প্রশ্ন করেন বারবার। নাহলে,  শুধু শুধু  আপনার টাইম, টাকা, মনোবল আর ৪০ এর সম্ভাবনা নষ্ট।  

ভাই, একটা জিনিস খেয়াল করেন- ধরুন ১০০ মার্ক পেতে ১০০ কেজি পরিশ্রম করা লাগে।  ১০১ পেতে তাহলে করা লাগবে ১১০ কেজি,  ১০২ পেতে ১২০ কেজি,  ১০৩ পেতে ১৪০ কেজি,  ১০৪ পেতে ১৮০ কেজি and so on। সুতরাং, চিন্তা করুন; যে ১০৫ পায়; আর যে ১১৫ পায়; তাদের মার্ক এর পার্থক্য মাত্র ১০, কিন্তু ১০৫ থেকে ১১৫ এ নিজের মার্ক নিয়ে যেতে সবচেয়ে বেশী কস্ট। 

বরং, আমার মতে, যারা ১০০-১১০ পাবেন, তারা বাজার থেকে রিটেনের পুরানো ম্যাথ ও ইংলিশ গাইড কিনে বাসায় পড়া শুরু করে দিন আজ থেকেই + সামনের ব্যাংক আর অনান্য পরীক্ষা তো আছেই। যদি by any chance এক মাস পর preli টিকে যান ( ১১০ এর নিচে কাট মার্কস নামার সম্ভাবনা নাই বললেই চলে), আপনি চাইলে তো কোচিং এ ভর্তি হতে তো পারবেন ই। আর আপনার লিখিতের মেইন ফ্যাক্টর  ম্যাথ ও ইংলিশ তো এগিয়ে থাকলোই...।

--------------------------------------
আর যারা ১০০ এর নিচে পাবেন; তারা আল্লার ওয়াস্তে মাথা থেকে আগামী ৫/৬ মাস কোন ব্যাংক পরীক্ষার tension বাদ দেন। Basic book, reference book, Board বই পড়ুন ভালো করে ৩/৪ মাস। নিজের দুর্বল দিক গুলো মেরামত করে নিন। ব্যাসিক নলেজ ছাড়া যতদিন যাবে,  প্রিলিমিনারি পাস অসম্ভব হয়ে পড়বে। কমন প্রশ্নের সংখ্যা দিন দিন কমবে। 

REMEMBER  CAREFULLY >>> মেইন সাব্জেক্ট গুলির একটা সাইডও খুব দুর্বল থাকলে, আপনি নেক্সট টাইম প্রিলি পার হতে হয়ত পারবেন, কিন্তু রিটেন এ ভালো করতে পারবেন না। Guaranteed.  <<<

এরপর ৪০ প্রিলির জন্য সিলেবাস ধরে ধরে খুব ভালো করে প্রস্তুতি নিন। চাইলে ব্যাংক বা অন্য পরীক্ষার পড়াও পড়তে পারেন আর ৪০ এর সার্কুলার দিলে যে কোন কোচিং এর exam ব্যাচ ভর্তি হয়ে প্রতিটা exam দিন আর নিজেকে ৪০ এর জন্য উপযুক্ত করে গড়ে তুলুন। 

--------------------------------------
আর হ্যা, যারা ১১০+ পাবেন, তারা 31st night উদযাপন করে ফুল স্পিড এ ১০০% মনোসংযোগ সহকারে রিটেনের preparation নিন।  হয়ত,  ১১০ এ কেউ আপনাকে ১০০% preli পাসের নিশ্চয়তা দিতে পারবে না, কিন্তু আপনার prelir preparation  তো ৯০% শেষ! এবার রিটেনে মনোযোগ দিন। ৩৮ রিটেন দেবার ভাগ্য না হলেও; আমি ১০০০% sure, আপনি ৪০ BCS এ আপনার অন্তত ৭০% chance থাকবে preli, wriiten, viva pass করার। 

সকলের জন্য শুভ কামনা রইল। 


N.B. : একদম সত্য কথা বলেছি, অনেকেরই তিতা লাগতে পারে। অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকলে, নিজগুনে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

No comments:

Post a Comment