Saturday, May 11, 2019

40th Book list of BCS written examination

"৪০তম বিসিএস (লিখিত) প্রস্তুতি"

"It doesn't matter how much you are enriched in knowledge,

It's really matter how much you can deliver your knowledge on exam paper."

পর্ব-২: লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য উল্লেখযোগ্য বইয়ের তালিকা।

★বাংলা:
১। অ্যাসিওরেন্স/ওরাকল বাংলা গাইড
২। লাল নীল দীপাবলি (প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য)
৩। ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ (ব্যাকরণ,সারাংশ,ভাব-সম্প্রসারণ,রচনা)
৪। শীকর- মোহসীনা নাজিলা (গ্রন্থ সমালোচনা)
৫। বাংলা-২য় পত্র (৯ম-১০ম শ্রেণি)

★ইংরেজি:
১। Self Assessment/ Assurance English Guide.
২। Master English Grammar.
৩। English paper reading. (Translation & Re-translation)

★সাধারণ গনিত ও মানসিক দক্ষতা:
১। ওরাকল গনিত গাইড।
২। ওরাকল মানসিক দক্ষতা।
৩। সাধারণ গনিত (৯ম-১০ম শ্রেণি)
৪। উচ্চতর গনিত (৯ম-১০ম শ্রেণি)

[ বি.দ্র.:
** যারা গনিতে দুর্বল, তারা 'Khairul's Basic Math' বইয়ের সাহায্য নিতে পারেন।

** যারা probability, permutation & combination math-এ দুর্বল, তারা Youtube থেকে 'Onnorokom pathshala (অন্যরকম পাঠশালা)'-র ভিডিওগুলো দেখে নিতে পারেন। অনেক উপকৃত হবেন। ]

★বাংলাদেশ বিষয়াবলী:
১। অ্যাসিউরেন্স গাইড।
২। বাংলাদেশের সংবিধান (ব্যাখ্যাসহ)- আরিফ খান।
৩। বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
৪। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (৯ম-১০ম শ্রেণি)
৫। অর্থনৈতিক সমীক্ষা-২০১৮
৬। দৈনিক প্রথম আলো- (জাতীয়, সম্পাদকীয় পাতা, অর্থনীতি পাতা)।
৭। সম্পাদকীয় সমাচার।

★আন্তর্জাতিক বিষয়াবলী:
১। অ্যাসিউরেন্স/মিলার'স গাইড।
২। আন্তর্জাতিক সংগঠন ও বিষয়াদি- আব্দুল হাই
২। দৈনিক প্রথম আলো- (আন্তর্জাতিক পাতা, সম্পাদকীয় পাতা)।
৩। সম্পাদকীয় সমাচার।

★বিজ্ঞান:
১। ওরাকল বিজ্ঞান গাইড।
২। সাধারণ বিজ্ঞান (৯ম-১০ম শ্রেণি)
৩। সাধারণ বিজ্ঞান (৮ম শ্রেণি)
৪। কম্পিউটার (একাদশ-দ্বাদশ শ্রেণি)

শুভ কামনায়,
-মোঃ আব্দুল্লাহ আল বাকী
-সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
-৩৬ তম বিসিএস।

No comments:

Post a Comment