"BCS" অসুখ"
যারা বিসিএসের জন্য মোটিভেট করেন তাদের কাছে আমার জিজ্ঞাসা- দেশের কি এতে আসলেই লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? যে ছেলেটার হয়তো ছোটবেলায় স্বপ্ন ছিল সে বিশ্বখ্যাত ক্রিকেটার/ফুটবলার হবে তাকে আপনারা মোটিভেট করে বিসিএসে নিয়ে আসছেন। যে ছেলেটা এসএসসি, এইচএসসি তে কোনোরকমে সাড়ে তিন পয়েন্ট পেয়ে অনার্সে টেনেটুনে পৌনে তিন পয়েন্ট পেয়ে পাস করলো তাকেও আপনারা মোটিভেট করছেন বিসিএস দিতে! বলছেন এই সিজিপিএ-টিজিপিএ বিসিএসে কোনো ফ্যাক্ট না! এজন্য আপনারা জলজ্যান্ত প্রমান হিসেবে সুশান্ত পালের সিজিপিএর উদাহরণ দিয়ে দেন। সেই ছেলে বা মেয়েটি যখন আপনাদের কথায় মোটিভেট হয়ে বার বার প্রিলি, রিটেনে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়বে তার দায়ভার কে নেবে? আজ আপনাদের মতো বিসিএস সেলিব্রেটিদের জন্যই পোলাপাইন সব কাজ বাদ দিয়ে বিসিএস পড়ে। আপনাদের কথায় হয়তো বা হাজারে এক জন সফল হয়, আর এতেই নাকি আপনারা স্বার্থক! কি আশ্চর্য! বাকি ৯৯৯ জনকে যে হতাশার সাগরে ডুবিয়ে দিলেন তার দায়ভার নিবেন না?
এইসব বিসিএস বিসিএস করে আপনারা দেশের অন্যান্য জবকে স্রেফ অসম্মান করছেন! সব চাকরিই দেশের জন্য দরকার, সব পেশাই দেশের জন্য দরকার। আপনারা বিসিএস ক্রেজ সৃষ্টি করে সমাজে ভেদাভেদ সৃষ্টি করছেন। তরুণদের মূল্যবান সময় নষ্ট করছেন। আপনারা যারা বিসিএসে সফল হয়েছেন তারা দেশের সেবা করুন কিন্তু আপনাদের সফলতার গল্প শেয়ার করে মেধাবী-স্বল্প মেধাবী নির্বিশেষে সবাইকে এক বিসিএসমুখী কেন করছেন? অন্যান্য পেশাতেও সফল হওয়ার উৎসাহ তো দেন না। যারা অন্য পেশায় জব করে সন্তুষ্ট ছিল, তাদেরকেও অসন্তুষ্ট করে বিসিএসে নিয়ে আসছেন। কেনরে ভাই? তাদের সেই ছেড়ে দেয়া জবটা তো কাউকে না কাউকে করতে হবে!
আপনাদের এই মোটিভেশনাল স্পিচ কেবল বিসিএস কেন্দ্রীক কেন বলেন তো? কেন ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য ক্রীড়া কেন্দ্রীক হয় না? কেন অন্যান্য পেশাকেন্দ্রীক হয় না? আপনারা বিসিএস ক্যাডার হওয়ার পরে দেশকে একজন তরুন ক্রিকেটার পাওয়া থেকে বঞ্চিত করছেন, একজন বিশ্বখ্যাত প্রোগ্রামার, একজন দক্ষ খনি বিশেষজ্ঞ, একজন কৃষিবিদ, একজন দক্ষ চিকিৎসকের সেবা পাওয়া থেকে বঞ্চিত করছেন সবাইকে গণহারে বিসিএসমুখী করে। এভাবে এক বিসিএস দিয়ে কোনো দেশ এগুতে পারে না।
মূল্যবান সময়, মেধা নষ্ট হচ্ছে। ৪/৫ বার বিসিএস দিয়ে ৭/৮ বছর নষ্ট করে একবার ক্যাডার হওয়ার চাইতে কি অন্য কোনো পেশায় যুক্ত হলে কি কোনো তরুনের মান-সম্মান একেবারে চলে যাবে? সে কি অন্যভাবে দেশের সেবা করবে না? নাকি কেবল বিসিএস ক্যাডাররাই দেশের সেবা করে? কোন ক্যাডারে কি কি সুবিধা, কি অসিবিধা, কোন ক্যাডারে টাকা বেশি, কোন ক্যাডারে পাওয়ার প্রাকটিস করা যায় বেশি এসব নিয়ে রীতিমতো পিএইচডি করা হয় বিভিন্ন গ্রুপে! এমনকি স্নাতক ১ম বর্ষে পড়ুয়া একজনও এসব জানতে চেয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট দেয়! এ এক ভয়াবহ অসুস্থতা!
এই ১৬ কোটি মানুষের উন্নয়নশীল দেশের লাখ লাখ সস্তা অনার্স পাস করা, আই রিপিট সস্তা অনার্স পাস করাদের বিসিএস ক্রেজী করবেন না প্লিজ। বিসিএস ক্যাডারদের চাইতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ, বৈজ্ঞানিক দরকার বেশি। নয়তো কোটি কোটি টাকা বেতন দিয়ে এইসব লোকদের বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে সারাজীবনই। দেশের হাজার হাজার কোটি কোটি টাকা নাকি পাশের দেশের লোকেরা কামাই করে নিয়ে যাচ্ছে! যাবেই তো! আমরা তো জমিদারের ছাওয়াল! পারি আর না পারি বয়স ৩০ হওয়া পর্যন্ত যে আমাকে বিসিএস ক্যাডার হওয়ার চেষ্টা ছাড়া যাবে না! এই সময়ের ভিতরে মা-বাপ মারা গেলেও যে ক্ষতি নেই! পরে একটা স্ট্যাটাস মেরে দিব- "আজ আমি যার জন্য বিসিএস ক্যাডার হলাম সেই মা/বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন!"
ক্যাডার ছাড়াও দেশ চলবে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, আইটি বিশেষজ্ঞ ছাড়া দেশ চলবে না। এমনকি প্রশাসনিক কাজ উচ্চ শিক্ষিত যে কাউকে প্রশিক্ষন দিয়ে বসিয়ে দিলেও সে পারবে। বাট উপরোক্ত বিশেষায়িত পেশার কাজ আপনারা পারবেন না।
বিসিএসের চেষ্টা তরুনরা করুক বাট একমাত্র ধ্যান-জ্ঞান যেন না হয়। তবে আপনারা বিসিএস সেলিব্রেটিরা দয়া করে সবাইকে এই পরামর্শ দিয়েন না- "হাল ছাড়বেন না, শেষ পর্যন্ত ধৈর্য্য ধরে বিসিএসের জন্য পরিশ্রম করুন। সফলতা আসবেই, আপনি যে প্রতিষ্ঠানেরই হোন না কেন, যে ব্যাকগ্রাউন্ডেরই হোন না কেন বা যে রেজাল্টই আপনার থাক না কেন, আপনি দেখিয়ে দিন আপনিও পারেন, সমালোচকদের মুখ তালা মেরে বন্ধ করে দিন বিসিএস ক্যাডার হয়ে। দেখা হবে বিজয়ে।" এই সব রক্ত গরম করা বক্তব্য দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার জন্য হাল না ছাড়তে মোটিভেশনাল স্পিচ দিয়ে তো দেশের হাল তো বেহাল করে দিয়ে দেশের সবচেয়ে বড় ক্ষতিটা করছেন আপনারা স্বয়ং বিসিএস সেলিব্রেটিরাই!"
##Collected ##
By BCS our goal
যারা বিসিএসের জন্য মোটিভেট করেন তাদের কাছে আমার জিজ্ঞাসা- দেশের কি এতে আসলেই লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? যে ছেলেটার হয়তো ছোটবেলায় স্বপ্ন ছিল সে বিশ্বখ্যাত ক্রিকেটার/ফুটবলার হবে তাকে আপনারা মোটিভেট করে বিসিএসে নিয়ে আসছেন। যে ছেলেটা এসএসসি, এইচএসসি তে কোনোরকমে সাড়ে তিন পয়েন্ট পেয়ে অনার্সে টেনেটুনে পৌনে তিন পয়েন্ট পেয়ে পাস করলো তাকেও আপনারা মোটিভেট করছেন বিসিএস দিতে! বলছেন এই সিজিপিএ-টিজিপিএ বিসিএসে কোনো ফ্যাক্ট না! এজন্য আপনারা জলজ্যান্ত প্রমান হিসেবে সুশান্ত পালের সিজিপিএর উদাহরণ দিয়ে দেন। সেই ছেলে বা মেয়েটি যখন আপনাদের কথায় মোটিভেট হয়ে বার বার প্রিলি, রিটেনে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়বে তার দায়ভার কে নেবে? আজ আপনাদের মতো বিসিএস সেলিব্রেটিদের জন্যই পোলাপাইন সব কাজ বাদ দিয়ে বিসিএস পড়ে। আপনাদের কথায় হয়তো বা হাজারে এক জন সফল হয়, আর এতেই নাকি আপনারা স্বার্থক! কি আশ্চর্য! বাকি ৯৯৯ জনকে যে হতাশার সাগরে ডুবিয়ে দিলেন তার দায়ভার নিবেন না?
এইসব বিসিএস বিসিএস করে আপনারা দেশের অন্যান্য জবকে স্রেফ অসম্মান করছেন! সব চাকরিই দেশের জন্য দরকার, সব পেশাই দেশের জন্য দরকার। আপনারা বিসিএস ক্রেজ সৃষ্টি করে সমাজে ভেদাভেদ সৃষ্টি করছেন। তরুণদের মূল্যবান সময় নষ্ট করছেন। আপনারা যারা বিসিএসে সফল হয়েছেন তারা দেশের সেবা করুন কিন্তু আপনাদের সফলতার গল্প শেয়ার করে মেধাবী-স্বল্প মেধাবী নির্বিশেষে সবাইকে এক বিসিএসমুখী কেন করছেন? অন্যান্য পেশাতেও সফল হওয়ার উৎসাহ তো দেন না। যারা অন্য পেশায় জব করে সন্তুষ্ট ছিল, তাদেরকেও অসন্তুষ্ট করে বিসিএসে নিয়ে আসছেন। কেনরে ভাই? তাদের সেই ছেড়ে দেয়া জবটা তো কাউকে না কাউকে করতে হবে!
আপনাদের এই মোটিভেশনাল স্পিচ কেবল বিসিএস কেন্দ্রীক কেন বলেন তো? কেন ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য ক্রীড়া কেন্দ্রীক হয় না? কেন অন্যান্য পেশাকেন্দ্রীক হয় না? আপনারা বিসিএস ক্যাডার হওয়ার পরে দেশকে একজন তরুন ক্রিকেটার পাওয়া থেকে বঞ্চিত করছেন, একজন বিশ্বখ্যাত প্রোগ্রামার, একজন দক্ষ খনি বিশেষজ্ঞ, একজন কৃষিবিদ, একজন দক্ষ চিকিৎসকের সেবা পাওয়া থেকে বঞ্চিত করছেন সবাইকে গণহারে বিসিএসমুখী করে। এভাবে এক বিসিএস দিয়ে কোনো দেশ এগুতে পারে না।
মূল্যবান সময়, মেধা নষ্ট হচ্ছে। ৪/৫ বার বিসিএস দিয়ে ৭/৮ বছর নষ্ট করে একবার ক্যাডার হওয়ার চাইতে কি অন্য কোনো পেশায় যুক্ত হলে কি কোনো তরুনের মান-সম্মান একেবারে চলে যাবে? সে কি অন্যভাবে দেশের সেবা করবে না? নাকি কেবল বিসিএস ক্যাডাররাই দেশের সেবা করে? কোন ক্যাডারে কি কি সুবিধা, কি অসিবিধা, কোন ক্যাডারে টাকা বেশি, কোন ক্যাডারে পাওয়ার প্রাকটিস করা যায় বেশি এসব নিয়ে রীতিমতো পিএইচডি করা হয় বিভিন্ন গ্রুপে! এমনকি স্নাতক ১ম বর্ষে পড়ুয়া একজনও এসব জানতে চেয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট দেয়! এ এক ভয়াবহ অসুস্থতা!
এই ১৬ কোটি মানুষের উন্নয়নশীল দেশের লাখ লাখ সস্তা অনার্স পাস করা, আই রিপিট সস্তা অনার্স পাস করাদের বিসিএস ক্রেজী করবেন না প্লিজ। বিসিএস ক্যাডারদের চাইতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ, বৈজ্ঞানিক দরকার বেশি। নয়তো কোটি কোটি টাকা বেতন দিয়ে এইসব লোকদের বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে সারাজীবনই। দেশের হাজার হাজার কোটি কোটি টাকা নাকি পাশের দেশের লোকেরা কামাই করে নিয়ে যাচ্ছে! যাবেই তো! আমরা তো জমিদারের ছাওয়াল! পারি আর না পারি বয়স ৩০ হওয়া পর্যন্ত যে আমাকে বিসিএস ক্যাডার হওয়ার চেষ্টা ছাড়া যাবে না! এই সময়ের ভিতরে মা-বাপ মারা গেলেও যে ক্ষতি নেই! পরে একটা স্ট্যাটাস মেরে দিব- "আজ আমি যার জন্য বিসিএস ক্যাডার হলাম সেই মা/বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন!"
ক্যাডার ছাড়াও দেশ চলবে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, আইটি বিশেষজ্ঞ ছাড়া দেশ চলবে না। এমনকি প্রশাসনিক কাজ উচ্চ শিক্ষিত যে কাউকে প্রশিক্ষন দিয়ে বসিয়ে দিলেও সে পারবে। বাট উপরোক্ত বিশেষায়িত পেশার কাজ আপনারা পারবেন না।
বিসিএসের চেষ্টা তরুনরা করুক বাট একমাত্র ধ্যান-জ্ঞান যেন না হয়। তবে আপনারা বিসিএস সেলিব্রেটিরা দয়া করে সবাইকে এই পরামর্শ দিয়েন না- "হাল ছাড়বেন না, শেষ পর্যন্ত ধৈর্য্য ধরে বিসিএসের জন্য পরিশ্রম করুন। সফলতা আসবেই, আপনি যে প্রতিষ্ঠানেরই হোন না কেন, যে ব্যাকগ্রাউন্ডেরই হোন না কেন বা যে রেজাল্টই আপনার থাক না কেন, আপনি দেখিয়ে দিন আপনিও পারেন, সমালোচকদের মুখ তালা মেরে বন্ধ করে দিন বিসিএস ক্যাডার হয়ে। দেখা হবে বিজয়ে।" এই সব রক্ত গরম করা বক্তব্য দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার জন্য হাল না ছাড়তে মোটিভেশনাল স্পিচ দিয়ে তো দেশের হাল তো বেহাল করে দিয়ে দেশের সবচেয়ে বড় ক্ষতিটা করছেন আপনারা স্বয়ং বিসিএস সেলিব্রেটিরাই!"
##Collected ##
By BCS our goal
No comments:
Post a Comment