Saturday, May 18, 2019

BCS or bank competitive math book

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল করার কৌশলঃ গনিত


অভিজিৎ বসাক
বিসিএস ( প্রশাসন)
৩৩তম বিসিএস

সাম্প্রতিক সময়ে ব্যাংকের প্রিলি + রিটেনের ম্যাথ প্রশ্ন বিভিন্ন ওয়েব সাইট থেকে হয়, তাই অনেকের মধ্যে বিভিন্ন ওয়েবসাইট থেকে ম্যাথ করে প্রশ্ন কমন পাওয়ার একটা চিন্তা দেখা যায়। গত বছরে হয়ে যাওয়া সোনালী ব্যাংক সিনিয়র অফিসার, ৫ ব্যাংক অফিসার, ৮ ব্যাংক সিনিয়র অফিসার,বিভিন্ন প্রাইভেট ব্যাংকের এমটিও, পিও, ক্যাশ সবগুলোতেই নাকি বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রশ্ন কমন আসছে। এমনকি কিছুদিন আগে অনুষ্ঠিত ৫ ব্যাংকের ক্যাশ অফিসার, পূবালি ব্যাংক সহ আরো বেশ কিছু চাকরীর পরীক্ষায় বিভিন্ন ওয়েবসাইট থেকে নাকি ম্যাথ কমন এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে, আপনি কতগুলো ওয়েবসাইট থেকে ম্যাথ করবেন?

এই প্রশ্নের উত্তর দিতে অনেকেই অপারগ আবার জানাটাও কঠিন যে কোন  কোন ওয়েবসাইট থেকে প্রশ্ন করা হয়। এই সমস্যার একটা সহজ সমাধান হচ্ছে Dr. R.S. Aggarwal এর Quantitative Aptitude বইটি । কারণ, এই বইয়ের ম্যাক্সিমাম অংকই বিভিন্ন  ওয়েবসাইগুলোতে দেয়া আছে। আরেকটি বিষয় আপনি ভালো করে দেখবেন সবগুলো ওয়েবসাইটের ম্যাথগুলোর নিয়ম প্রায় একরকম, তাই ওয়েবসাইটের ঝামেলায় না গিয়ে নিলক্ষেত থেকে একটা Dr. R.S Aggarwal এর বই কিনে নেন। কারণ এই বইয়ে এত ম্যাথ আছে যে পড়লেও শেষ হয় না! আর এর পর আর তেমন কিছু লাগেও না। ভালো করে পড়লে রিটেন ম্যাথের প্রস্তুতিও হয়ে যায়। এটার বাইরে আর তেমন কিছু লাগেও না। এই বইয়ে ম্যাথ আছে প্রায় ৬০০০ ম্যাথ আছে। কিন্তু মোটামুটি ২০০০-২৫০০ ম্যাথ করলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন এসে থাকে। এই বই শেষ করে তারপর বিভিন্ন ওয়েবসাইট থেকে ম্যাথ অনুশীলন করতে পারেন।

 মজার ব্যাপার হল এই বই থেকে ম্যাথ করলে আপনার মোটামুটি বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। তবে এই বইটি ইংরেজিতে দেয়া। তাই বুঝে বুঝে ম্যাথগুলো করতে হয়ত একটু সময় লাগতে পারে । কিন্তু সময় নিয়ে করে ফেলতে পারলে আপনাকে কে আটকায়! তবে Dr. R.S Aggarwal এর বাংলা ভার্সন- এর একটি বই নীলক্ষেতে পাওয়া যায়, এটা সুমন সেনের তৈরি করা। ২০০০এর অধিক math বাংলায় করা হয়েছে Dr. R.S Aggarwal এর বইটি থেকে।এছাড়াও বেসিকগুলো বাংলায় খুব সহজে ব্যাখ্যা করা হয়েছে। বাংলায় করা এই বইটিও সংগ্রহে রাখতে পারেন, যদি আপনার ভাল লাগে বইটি। 

বইটি পড়বেন যেভাবেঃ এই বইটি একটু এ্যাডভান্সড লার্নারদের জন্য তাই আপনি যদি গণিতে খুব দুর্বল হয়ে থাকে তাহলে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর সাধারণ গণিত বইগুলো ভালোভাবে পড়ে শেষ করে তারপর এই বইটি ধরবেন।তাহলে এই বইটি বুঝতে সহজ হবে। এই বইয়ের প্রতিটি চ্যাপ্টারের শুরুর অংশেই দেখবেন প্রয়োজনীয় সূত্র এবং ব্যাসিক আলোচনা দেয়া আছে সেগুলো ভালোভাবে পড়বেন এবং বুঝবেন তারপর চ্যাপ্টারের দ্বিতীয় অংশে দেখবেন কিছু Example দেয়া আছে সমাধানসহ, সেগুলো ভালোভাবে করে আয়ত্ত্বে আনবেন তারপর ঐ চ্যাপ্টারের মূল অঙ্কগুলোতে যাবেন। এভাবে স্টেপ বাই স্টেপ আগালে দিনে ৪০-৫০ টি করে ম্যাথ বুঝে বুঝে করলেই ৫০ দিনে দেখবেন আপনার ২০০০ ম্যাথ শেষ।

তবে ম্যাথ করার সময় নিচের বিষয় গুলো ভাল করে খেয়াল করবেন। ১। কোনভাবেই শর্টকাটের দিকে যাবেন না, যতদূর সম্ভব বুঝে বুঝে সমাধান করবেন । ২। হাতে কলমে ম্যাথ করবেন। ৩। ক্যালকুলেটর ব্যবহার থেকে দূরে থাকবেন। ৪। সুদকষার ম্যাথ গুলোর ক্যালকুলেশন হাতে কলমে করা আয়ত্ব করে নিতে হবে। ৫। ত্রিকোণমিতির মানগুলো ভাল করে মুখস্ত করে নিন। ৬। যদি সূত্র প্রয়োগ করতেই চান, তবে সূত্রটি খুব ভালকরে বুঝে নিতে হবে। ৭। ম্যাথ দেখে যদি মনে হয় এটা তো পারিই। তবে সবার আগে এটিই করবেন। কারণ হল, দেখে মনে হওয়া যে আমি পারি, আর সমধান করে বলতে পারা যে আমি পারি, কথা দুইটি একেবারে ভিন্ন কথা। অনেকেই হোঁচট খায় হাতে কলমে ম্যাথ না করার কারণে।

আরেকটা কথা, বইটিতে মোট ৩৫ চ্যাপ্টার দেয়া আছে তবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে,নিম্নে উল্লেখিত চ্যাপৃটারগুলো থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে, তাই এই চ্যাপ্টারগুলো গুরুত্বসহকারে অনুশীলন করবেন। 1. Number 2. LCM& HCF 3. Fraction 4. Average 5. Ratio & Proportion 6. Age 7. Partnership 8. Time & Distance 9. Time & work 10. Boat & Stream 11. Pipe & Cistern 12. Percentage 13. Profit & loss 14. Simplification 15. Simple & Compound Interest 16. Pribability 17. Permutation & Combination 18. Area 19. Volume & Surface Area 20. Mixture 21. Train 22. Unitary method

আজ এ পর্যন্তই থাক। সবাই ভাল থাকবেন।


( পরবর্তীতে আমি একটা চার্ট দিতে চেষ্টা করবো,সেখানে বলা থাকবে কোন কোন চ্যাপ্টারের কোন গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপনাকে ভাল করে  করতে হবে।)


Put your heart, mind, and soul into even your smallest acts. This is the secret of success.
--- Swami Sivananda

লেখা সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য আমার ফেসবুক inbox এ লিখতে পারেন। Facebook ID: Avizit Basak

 বি দ্রঃ লেখাটাতে শুধু আমার নিজের আইডিয়া অনুযায়ী ধারণা দেয়া হয়েছে। আপনি আপনার মত করেও প্রস্তুতি নিতে পারেন। সফল হবার জন্য যে প্রস্তুতি দরকার, সেটা সম্পন্ন করাটাই মুখ্য কাজ।আর ছোটখাটো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে। BCS our goal

No comments:

Post a Comment