BCS preparation Bangla 2nd paper Shondhi
সন্ধির টেকনিক :
বিসর্গ সন্ধিঃ
টেকনিকঃ *৩ সরাও* মানে ৩টা স [শ,স,ষ], র এবং ও-কার(ো) থাকলেই সন্ধিজাত শব্দটি বিসর্গ সন্ধি।
উদাহরণঃ
ভেঙ্গে লিখার সময় এই শব্দগুলোর জায়গায়( ঃ)বিসর্গ বসিয়ে দিন।
নিশ্চয়(শ) =নিঃ+চয়
নিষ্ঠুর(ষ) =নিঃ+ঠুর
মনস্তাপ(স) =মনঃ+তাপ
নিরাশা(র) =নিঃ+আশা
এসমস্ত শব্দে শ,ষ,স,রা,ো আছে কি না???? ২ মিনিট লাগে???
যদি রেফ্ থাকে তাও বিসর্গ সন্ধি হবে।কারণ র আর রেফ একই তাই।
নির্ণয়(রেফ)=নিঃ+ণয়।
(ব্যন্জন সন্ধি)..বেশী আসে পরীক্ষা য়।।
১)কোন সন্ধিজাত শব্দের মধ্যে যদি 'ং' থাকে তবে তার পরিবর্তে' " ম' বসাবেন।
যেমনঃসংসার=সম্+সার
সংবাদ=সম্+বাদ
সংরক্ষণ=সম্+রক্ষণ
সংশয়=সম্+শয়।
২)কোনো সন্ধিজাত শব্দের মধ্যে যদি "চ্ছ" একএে থাকে, তবে শুধু "চ" উঠে যাবে।
যেমনঃ একচ্ছত্র=এক+ছএ
পরিচ্ছদ=পরি+ছদ
প্রতিচ্ছবি=প্রতি+ছবি
৩)কোন সন্ধিজাত শব্দের মধ্যে যদি ডাবল ব্যন্জন অথ্যাৎ ড্ড,ন্ন,ল্ল,চ্চ
,দ্দ,জ্জ ইত্যাদি থাকে তবে সন্ধি বিচ্ছেদ করার সময় প্রথম বর্ণটি উঠে গিয়ে তার জায়গায় *ৎ* বসবে।
উড্ডীন=উৎ+ডীন
উল্লাস=উৎ+লাস
চলচ্চিত্ত=চলৎ+চিএ।
জগন্নাথ =জগৎ+নাথ।
উজ্জল=উৎ+জল।
৪)কোন সনন্ধিজাত শব্দে *দ* থাকলে তার পরিবর্তে *ৎ* বসবে।
উদঘাটন=উৎ+ঘাটন
তদ্ভব=তৎ+ভব।
৫)কোন সন্ধিজাত শব্দে *গ* থাকলে তার পরিবর্তে ক বসবে।
দিগণির্নয়=দিক+ণিনয়
বাগদান=বাক্+দান।
একটা কথা,, যদি সন্ধিজাত শব্দে বিপদ থাকে তবে ৎ না বসে বিপদ সরাসরি বসে।
যেমন : বিপদজ্জাল=বিপদ+ জাল।
=========================
BCS preparation Bangla 2nd paper Shondhi
======================
সন্ধির টেকনিক :
বিসর্গ সন্ধিঃ
টেকনিকঃ *৩ সরাও* মানে ৩টা স [শ,স,ষ], র এবং ও-কার(ো) থাকলেই সন্ধিজাত শব্দটি বিসর্গ সন্ধি।
উদাহরণঃ
ভেঙ্গে লিখার সময় এই শব্দগুলোর জায়গায়( ঃ)বিসর্গ বসিয়ে দিন।
নিশ্চয়(শ) =নিঃ+চয়
নিষ্ঠুর(ষ) =নিঃ+ঠুর
মনস্তাপ(স) =মনঃ+তাপ
নিরাশা(র) =নিঃ+আশা
এসমস্ত শব্দে শ,ষ,স,রা,ো আছে কি না???? ২ মিনিট লাগে???
যদি রেফ্ থাকে তাও বিসর্গ সন্ধি হবে।কারণ র আর রেফ একই তাই।
নির্ণয়(রেফ)=নিঃ+ণয়।
(ব্যন্জন সন্ধি)..বেশী আসে পরীক্ষা য়।।
১)কোন সন্ধিজাত শব্দের মধ্যে যদি 'ং' থাকে তবে তার পরিবর্তে' " ম' বসাবেন।
যেমনঃসংসার=সম্+সার
সংবাদ=সম্+বাদ
সংরক্ষণ=সম্+রক্ষণ
সংশয়=সম্+শয়।
২)কোনো সন্ধিজাত শব্দের মধ্যে যদি "চ্ছ" একএে থাকে, তবে শুধু "চ" উঠে যাবে।
যেমনঃ একচ্ছত্র=এক+ছএ
পরিচ্ছদ=পরি+ছদ
প্রতিচ্ছবি=প্রতি+ছবি
৩)কোন সন্ধিজাত শব্দের মধ্যে যদি ডাবল ব্যন্জন অথ্যাৎ ড্ড,ন্ন,ল্ল,চ্চ
,দ্দ,জ্জ ইত্যাদি থাকে তবে সন্ধি বিচ্ছেদ করার সময় প্রথম বর্ণটি উঠে গিয়ে তার জায়গায় *ৎ* বসবে।
উড্ডীন=উৎ+ডীন
উল্লাস=উৎ+লাস
চলচ্চিত্ত=চলৎ+চিএ।
জগন্নাথ =জগৎ+নাথ।
উজ্জল=উৎ+জল।
৪)কোন সনন্ধিজাত শব্দে *দ* থাকলে তার পরিবর্তে *ৎ* বসবে।
উদঘাটন=উৎ+ঘাটন
তদ্ভব=তৎ+ভব।
৫)কোন সন্ধিজাত শব্দে *গ* থাকলে তার পরিবর্তে ক বসবে।
দিগণির্নয়=দিক+ণিনয়
বাগদান=বাক্+দান।
একটা কথা,, যদি সন্ধিজাত শব্দে বিপদ থাকে তবে ৎ না বসে বিপদ সরাসরি বসে।
যেমন : বিপদজ্জাল=বিপদ+ জাল।
=========================
BCS preparation Bangla 2nd paper Shondhi
======================
No comments:
Post a Comment